,

নবীগঞ্জে নিরীহ ব্যক্তির বসতভিটা দখলের চেষ্টা :: মামলা দিয়ে ফাঁসানোর হুমকি :: থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার : দলিল ও আদালতের রায় থাকা সত্বেও নবীগঞ্জে এক নিরীহ ব্যাক্তির বসতভিটা দখলের চেষ্টা করছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মামলা দায়ের করলে উল্টো তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে ভূক্তভোগী নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের জুহুরপুর গ্রামের মৃত মোবারক উল্লার পুত্র মোঃ আবু শামা বাদী হয়ে একই গ্রামের মৃত মফিজ উল্লার পুত্র আবুল মিয়া, মৃত মফিজ উল্লার স্ত্রী মুমিনা খাতুন ও আয়েশা খাতুন ওরফে লালবানু, মৃত মফিজ উল্লার পুত্র ছোটন মিয়া, উজ্জল মিয়া ও আবুল মিয়ার স্ত্রী রিনা বেগমের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভূক্তভোগী আবু শামা তার মৌরসী স্বত্ত্ব বসতভিটা দীর্ঘদীন ধরে ভোগ দখল করে আসছেন। উল্লিখিত লোকজন তার গোষ্ঠিগত আত্মীয় হন। তারা আবু শামার বসতভিটা জোরপূর্বক দখলের পায়তারায় করলে তিনি বিজ্ঞ সহকারী আদালত, নবীগঞ্জ হবিগঞ্জ এ একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে যাবতীয় কাগজপত্র ও প্রমানাদি পর্যালোচনা করে ২০১৯ইং সনে তার পক্ষে ডিক্রির আদেশ প্রদান করেন। উক্ত জায়গায় তার ৩টি টিনশেড ঘর রয়েছে। এতে তিনি ও তার লোকজন বসবাস করেন। প্রতিপক্ষের লোকজন তাদেরকে মারপিট করে বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিলে তার চাচাতো ভাই ইয়াওর মিয়া বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আদালত, হবিগঞ্জ এ মামলা দায়ের করলে আদালত প্রতিপক্ষকে উক্ত জায়গায় অনুপ্রবেশ করতে নিষেধ করেন। প্রতিপক্ষের লোকজন উক্ত মামলা দুটিতে আদালতে উপস্থিত হয়ে বন্ড প্রদান করে। পরে আবু শামা ঘর নির্মাণ করতে গেলে আদালতের নির্দেশ অমান্য করে তারা আবারও আবু শামা ও তার লোকজনদেরকে মামলা দিয়ে হয়রানী, প্রাণে হত্যাসহ নানা হুমকি-দামকি দিচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী আবু শামা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর