,

নবীগঞ্জে স্বামী-স্ত্রীর উপর হামলা :: থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ থেকে কোর্টে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মোঃ জালাল মিয়া চৌধুরী ও তার স্ত্রী। এসময় তাদেরকে মারধর করে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে হামলার শিকার চরগাঁও গ্রামের সফিক মিয়া চৌধুরীর পুত্র জালাল মিয়া চৌধুরী, একই গ্রামের মৃত মানিক মিয়া চৌধুরীর পুত্র মোঃ আব্দুল মজিদ চৌধুরী, আব্দুল মোতালিব চৌধুরী ও আব্দুল কায়ুম চৌধুরী। আব্দুল মোতালিব চৌধুরীর পুত্র তোফায়েল চৌধুরী। ফরিদ মিয়া চৌধুরীর পুত্র মিন্টু মিয়া চৌধুরী ওরফে জাকির, রাকিব মিয়া চৌধুরী ও জাবিন মিয়া চৌধুরী, আব্দুল মজিদ চৌধুরীর পুত্র মোঃ মিরাজ মিয়া চৌধুরী সহ ১২ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে হামলার শিকার মোঃ জালাল মিয়া চৌধুরীর বিরোধ চলে আসছিলো। গত বুধবার (৩০ জানুয়ারী) সকালে জালাল মিয়া চৌধুরী ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে হবিগঞ্জ কোর্টে যাওয়ার জন্য বের হলে উল্লিখিত লোকজন একত্রিত হয়ে তার বসতঘরে অনধিকার প্রবেশ করে তার উপর হামলা চালিয়ে জালাল মিয়া চৌধুরী ও তার স্ত্রীকে মারধোর করে ধারালো অস্ত্র ধারা ক্ষতবিক্ষত করেন এবং জালাল মিয়া চৌধুরীর পকেটে থাকা প্রায় এক লক্ষ টাকা মূল্যের একটি আইফোন ও তার স্ত্রী রুমি আক্তারের গলায় থেকে দেড় ভরি ওজনের প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন নিয়ে যায় এবং তখন হামলাকারীরা জালাল মিয়া চৌধুরী ও তার স্ত্রী রুমি আক্তারকে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। ওই সময়ে তার শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্ষা করেন। পরে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমি আক্তার ও তার স্বামীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুইদিন হাসপাতালে থাকার পরে জালাল মিয়া চৌধুরী নিরুপায় হয়ে গত শুক্রবার (০২ ফেব্রুয়ারী) নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই হামলার ঘটনায় জালাল মিয়া চৌধুরী সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


     এই বিভাগের আরো খবর