,

মাধবপুরে সংঘর্ষে নিহত ১ আহত ৫০ :: আটক ১০

জুয়েল চৌধুরী : মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের সংঘর্ষে পাভেল মিয়া (৩০) নামে একজন নিহতসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সার্কেল এসপি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার সকালে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতদের মাধবপুর, হবিগঞ্জ, ঢাকা ও সিলেট উসমানি ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর আহতরা হলেন, মুর্শেদ মিয়া (৪৫), সুমা আক্তার (২৪), আ: হামিদ (৩০), সফিক মিয়া (৪০), মারফতউল্লাহ (৩৫), আউস মিয়া (৪২), জসিম মিয়া (২৪), দুলাল মিয়া (২৫), শিমুল মিয়া (৩০), জাকারিয়া (২৩), শামীম মিয়া (২৭), তাহের মিয়া (৬৫), মাসুদ রানা (৪০), জালাল মিয়া (৩২), খোকন মিয়া (৪৭), আয়েদ আলী (২৬), আলমগীর (২৭), রফিক মিয়া (২৮), জসিম মিয়া (২৭), করিম মিয়া (৩০), শাহজাহান মিয়া (২৫), মিজান মিয়া (২৬), সাইফুল ইসলাম (২০), ইজাজুল (২৪), সফিক মিয়া (২৯), আশিক মিয়া (২৮), সামসুউদ্দিন (৩০) ও সাইফুল (২৯)।
জানা যায়, উপজেলার জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খাঁন দক্ষিণ বেজুড়া গ্রামের বেনু মেম্বারের সাথে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েকবার সংঘর্ষ হয়। এদের মধ্যে বেশ কটি মামলা মোকদ্দমা চলছে। গতকাল এরই জের ধরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। টেটাবিদ্ধ অবস্থায় পাভেলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, নিহতের ঘটনা শুনে ওই গ্রামে ফের সংঘর্ষের রূপ নেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। ঘটনার সাথে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


     এই বিভাগের আরো খবর