,

নবীগঞ্জের কামাল হত্যা মামলার আসামী রফিকুল এখন ফ্রান্সে!

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জের আলোচিত যুবলীগ নেতা কামাল হোসেন (৩৮) হত্যা মামলার আসামীরা অধরা। বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও আসামীদের ধরতে পারেনি পুলিশ। মামলার ২নং আসামী রফিকুল ইসলাম পুলিশের চোঁখে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন ইউরোপের দেশ ফ্রান্সে।
সূত্র বলছে, বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাস করছেন রফিকুল। সম্প্রতি প্যারিসের আইফেল টাওয়ার সামনে দাড়ানো একটি ছবি ফেসবুক পোষ্ট করেছেন রফিকুল।
খোঁজ নিয়ে জানা যায়, কামাল হত্যা মামলায় পুলিশের হাত থেকে রক্ষা পেতে প্রায় ৫ মাস আগে বিভিন্ন দেশ হয়ে ফ্রান্সে পাড়ি জমায় রফিকুল। পলাতক আসামী রফিকুল আমড়াখাই গ্রামের নজরুল ইসলামের পুত্র।
উল্লেখ্য, ২০২১ সালের ৩১ আগষ্ট নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের আমড়াখাই গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা কামাল হোসেন (৩৮) নিহত হন।
স্থানীয়রা জানান, কামাল হোসেনের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের চাচাতো ভাইদের মাঝে বিরোধ চলছিল। এ নিয়ে বার বার সালিশ বৈঠকে বসেও বিরোধের বিষয়টি সুরাহা হয়নি। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মাঝে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে । সংঘর্ষ চলাকালে পিকলের আঘাতে কামাল হোসেন (৩৮) মারা যান। এ ঘটনায় আয়ফুল বিবি বাদি হয়ে ৫৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর