,

শহরের বিভিন্ন বাজারে রোগা ও মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার : শহরের শায়েস্তানগরসহ বিভিন্ন বাজারে রোগা ও মৃত গরুর মাংস বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারের কোনোরকম পরীক্ষা ছাড়াই ভোরে সূর্য উঠার আগেই রোগাক্রান্ত ও মৃত গরু জবাই করে ক্রেতাদের ঠকিয়ে যাচ্ছে। এ নিয়ে বেশ কমাস আগে সংবাদ হলে কর্তৃপক্ষ দুইজন ডাক্তারকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিযুক্ত করা হয়। কিছুদিন চললেও সম্প্রতি তা আর করা হয় না।
এদিকে ক্রেতাদের অভিযোগ, শায়েস্তানগরে প্রায় ১০টিরও বেশি মাংসের দোকান রয়েছে। এদের কয়েকটিতে রোগাক্রান্ত ও মৃত গরুর মাংস বিক্রি করা হচ্ছে। তবে কয়েকজন মাংস বিক্রেতা জানান, ৭শ টাকা কেজি দরে সুস্থ গরু বিক্রি করলে ১০ থেকে ২০ হাজার টাকা লোকসানে পড়েন। তাই কৃষকদের কাছ থেকে আংশিক রোগাক্রান্ত গরু স্বল্পমূল্যে ক্রয় করে বিক্রি করছেন। এতে তাদের অনেক টাকা লাভ হয়। বিপরীতে ক্রেতারা জানান, একে তো রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি করা হচ্চে তার ওপর শায়েস্তানগরের প্রায় সব কটি দোকানে ৭শ টাকা বা তার চেয়ে বেশি দামে মাংস বিক্রি করা হচেছ। এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর