,

হবিগঞ্জে বাউল গানকে পূঁজি হিসেবে ব্যবহার করছে কাফেলা বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বাউল গানের আসর জমে উঠেছে। প্রতিদিন রাত ৯টার পর থেকে ভোর রাত পর্যন্ত বিভিন্ন উপজেলায় দোকান ও বাড়িতে এসব গানের আসর বসে। এর ফলে একদিকে যেমন যুবসমাজ বিপথগামী হচ্ছে, অন্যদিকে চুরি, ছিনতাই বৃদ্ধি পাচ্চে। অনেক বাউল শিল্পীর স্পর্শ পেতে তারা টাকা বিলিয়ে দিচ্ছে। এসব টাকা যোগাড় করতে চুরি, ছিনতাইসহ অপরাধে জড়িয়ে পড়ছে।
জানা যায়, কাফেলার মালিক আকরাম আলী, আব্দুল মালেক, সামছু মিয়া, সিএনজি চোরের গডফাদার সজলু মিয়াসহ বেশ কয়েকজন কাফেলার মালিকের শেল্টারে বিভিন্ন জেলা থেকে নারী শিল্পীরা এসে মিরপুর, চন্দ্রছড়ি, হাফিজপুর, বৈদ্যার বাজার, শায়েস্তাগঞ্জের নসরতপুর, জয়পুরসহ বিভিন্ন গ্রামে এসব গানের আসর বসায়। পাশাপাশি চলে জুয়া খেলাও। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। যার ফলে তারা বীরদর্পে বাউল গান চালিয়ে যাচ্ছে। এটিকে তারা পুজিঁ হিসেবে ব্যবহার করছে। যদিও আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত মতে জেলার কোথাও বাউল গান হবে না। কিন্তু সরেজমিনে দেখা যায় ভিন্নচিত্র। বিভিন্নকাফেলায় নিষিদ্ধ বাউল গান চলে।


     এই বিভাগের আরো খবর