,

তিনব্যাপি বইমেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার : বিনামূল্যে ৩৫০ খুদে শিক্ষার্থী ও বইমেলায় আসা মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি, বুধবার ২৮ ফেব্রুয়ারি ও বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী নবীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে নবীগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৪টা পর্যন্ত রক্ত পরীক্ষা করিয়ে গ্রুপ জেনে নিয়েছে।
রক্তের গ্রুপ জানতে আসা এক স্কুলশিক্ষার্থী বলেন, সহপাঠীদের সঙ্গে এসে রক্তের গ্রুপ পরীক্ষা করালাম। প্রথমে ভয় পেয়েছিলাম। বড় হয়ে মানুষকে রক্ত দেব।
নিঃস্বার্থ রক্ত দান সংগঠনের আহবায়ক রবিন আহমেদ সেজু বলেন, নবীন শিক্ষার্থী সহ অনেকই রক্তে গ্রুপ জানে না। আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে আমরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করে দিচ্ছি এবং রক্তদানে উৎসাহী করার জন্য কাজ করছি।
এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দ সুয়াইব আলী, জাহিদ হাসান জয়, মোহাম্মদ সুমন, জুলি চৌধুরী, সাহিদা আক্তার ও তামান্না আক্তার প্রমুখ।


     এই বিভাগের আরো খবর