,

প্রকাশিত সংবাদ নিয়ে দেবপাড়া ইউপি চেয়ারম্যানের প্রতিবাদ :: মাটি কাটার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই

আমি দেবপাড়া ইউনিয়নে চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন। নবীগঞ্জে মাটি কাটা নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন শীর্ষক শিরোনামটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। মূলত- বাতির মিয়া ও খুর্শেদুল আলম জাহেদের মধ্যে মাটি কাটা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এখানে আমার কোনো স্বার্থ বা সংশ্লিষ্টতা নেই। বাতির মিয়ার মাটি কাটা নিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ দেয় খুর্শেদুল আলম জাহেদ। আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বিষয়টি অবগত হয়ে উভয়পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে বিষয়টি সমাধানের লক্ষ্যে ইউএনও-এসিল্যান্ড স্যারের সঙ্গে কথা বলি। উভয়পক্ষ আমিসহ মুরুব্বিয়ানদের কাছে বিষয়টি সমাধানে সম্মতি দেয়। পরে বাতির মিয়া ও খুর্শেদুল আলম জাহেদকে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বসি। সেখানে মুরুব্বিয়ান ও উভয়পক্ষের উপস্থিতিতে সমাধানের স্বার্থে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও ফসলি জমি যাতে নষ্ট না হয় সেজন্য বাশের আড় দেয়ার সিদ্ধান্ত হয়। উভয়পক্ষ মুরুব্বিয়ানদের সেই সিদ্ধান্ত মেনে নেয়। এরপর আমিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ফসলি জমির ক্ষতিরক্ষায় বাশের আঁড় দেয়ার ব্যবস্থা করি। পরবর্তীতে পানি নিষ্কাশনের পথ তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল। বাশের আড় দেয়ার পর বিষয়টি আমি ইউএনও ও এসিল্যান্ড স্যারকে অবগত করি এবং উক্ত কার্যক্রমের ছবি প্রেরণ করি। এরপর হঠাৎ ব্যানারে আমার নাম দিয়ে মানববন্ধন করায় আমি অনেক ব্যতিত হই ও মনে অনেক কষ্ট পাই। এঘটনার সঙ্গে আমার কোনো বিষয় কিংবা আমার কোনো স্বার্থের সংশ্লিষ্টতা নেই। আমি সবসময় তাদের মধ্যে সৃষ্টবিরোধ সমাধানে চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি। আমার নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে আমি এঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
শাহ রিয়াজ নাদির সুমন
চেয়ারম্যান : ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদ, নবীগঞ্জ।


     এই বিভাগের আরো খবর