,

চুনারুঘাটে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

এম.এস জিলানী আখনজী, চুনারুঘাট : চুনারুঘাটে চা-বাগানের কৃষক-কৃষাণীদের নিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে ২০২৩-২০২৪ অর্থ বছরে “মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় বাস্তবায়িত ক্যাপসিকাম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। চুনারুঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ মাঠ দিবস অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নূরে আলম সিদ্দিকী।
চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন পলাশ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সৈয়দ সাইদুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্লক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহানুর, সৈয়দ কায়সার আহমেদ, বিনয় সিংহ, মহিবুর রহমান রুমন, কৃষক ফারুক মোল্লা ও সাবেক মেম্বার চন্দ্র তাঁতী প্রমুখ। এ সময় স্থানীয় শতাধীক কৃষক-কৃষাণী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর