,

দেশে ১০ লাখেরও বেশি শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে :: পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন

সময় ডেস্ক : দেশে কর্মজীবী শিশুর সংখ্যা বেড়েছে। বর্তমানে ৩৫ লাখ ৩৬ হাজার শিশু কর্মজীবী। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৩৪ লাখ ৫০ হাজার। পাশাপাশি ১০ লাখ ৬৮ হাজার শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত আছে। কৃষি, অটোমোবাইল ওয়ার্কশপ, মাছ ধরাসহ নানা খাতে তারা কাজ করছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জাতীয় শিশুশ্রম জরিপ-২০২২ এ এসব তথ্য উঠে এসেছে। জরিপ কার্যক্রমে সহযোগিতা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
এতে বলা হয়, দেশে ৮ দশমিক ৯০ শতাংশ শিশু শ্রমজীবী, যা ২০১৩ সালে ছিল ৮ দশমিক ৭০ শতাংশ। উৎপাদন খাতে ৩৩ শতাংশ, কৃষি নবায়ন ও মাছ ধরার কাজে যুক্ত আছে ২৩ দশমিক ৬ শতাংশ শ্রমজীবী শিশু। শিশুরা সবচেয়ে বেশি কাজ করছে অটোমোবাইল ওয়ার্কশপে। জরিপের তথ্য অনুযায়ী, শ্রমজীবী শিশুদের সিংহভাগই ছেলে। তাদের মধ্যে ৮২ শতাংশ নিজ নিজ বাড়িতে থেকে কাজ করে। তাদের গড় মাসিক আয় ৬ হাজার ৬৭৫ টাকা।


     এই বিভাগের আরো খবর