,

চাঁনপুর খোয়াই নদীর চর কেটে মাটি বিক্রি :: হুমকির মুখে বাঁধ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলার চানপুর খোয়াই নদী থেকে নদীর চর কেটে অবাধে চলছে মাটি বিক্রি। চরের মাটি এক্সেভেটর দিয়ে কেটে ট্রাক ও ট্রাক্টরে বিক্রি করছে মাটিখেকোরা। এতে নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি বাঁধ হুমকির মুখে পড়েছে। ফলে চাঁনপুর, শাহপুর, কাশিপুর, রতনপুর, সাঙ্গর, হিয়ালা, ইকরাম, মক্রমপুরসহ বেশ কয়েকটি গ্রাম আসন্ন বর্ষা মৌসুমে প্লাবিত হবার আশংকায় রয়েছে। মাটিখেকোরা বাঁধের কাছে তৈরি হয়েছে পুকুরের মতো বড় বড় গর্ত। এ ছাড়া ট্রাক্টরযোগে নেওয়া হচ্ছে মাটি। খবর নিয়ে জানা গেছে, চাঁনপুর গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র ট্রাক্টর চালক তাইজুল মিয়া, তাজুল ইসলাম, আফজল, হারিছ ও কাজল মিয়া সিন্ডিকেটের মাধ্যমে মাটি বিক্রি করছে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে মোঃ মাসুক মিয়া জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেছেন। কিন্তু প্রতিকার পাওয়া যায়নি। এছাড়া এলাকাবাসীর পক্ষ থেকে সদর উপজেলার ভূমি কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের জন্য রিচি ইউনিয়ন অফিসের তহশিলদারকে দায়িত্ব প্রদান করেন। কিন্তু রহস্যজনক কারণে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে আসেন। ফলে তাইজুল সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে। দিনে রাতে মাটি কেটে বিক্রি করছে।
এ বিষয়ে অভিযোগকারী মাসুক মিয়া বলেন, এখানে মাটিখেকোরা চর কেটে মাটি নিচ্ছে। ট্রাক্টর চলাচলের কারণে রাস্তা ভেঙে যাচ্ছে। বেড়িবাঁধওও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নদীর পানি বাড়লে বাঁধ ভাঙার আতঙ্কে থাকি। ওরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় হয়। প্রতিবাদে মামলা-হামলার হুমকি দেয়।


     এই বিভাগের আরো খবর