,

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় বিষাক্রাক্ত যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামে সাইফুল (১৪) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে চিকিৎসার অবহেলার কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে ওই গ্রামের রজব আলীর পুত্র। গতকাল মঙ্গলবার সকালে বিষাক্রাক্ত অবস্থায় বাড়ির পার্শ্ববর্তী জমিতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। বিকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার স্বজনদের অভিযোগ চিকিৎসার অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। ডাক্তাররা জানান, আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। কিন্তু তারা তাকে নিয়ে যায়নি। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছু বলা যাবে না এ মুর্হুতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.