,

৮০টি দাঁত ওয়ালা শিশু!

সময় ডেস্ক ॥ ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে শুক্রবার একটি হাসপাতালে সাত বছরের এক শিশুর চোয়ালে অস্ত্রোপচার করে চিকিৎসকরা বের করে আনেন ৮০টি দাঁত। চিকিৎসকরা বলছেন, সাধারণত মানুষের দুই পাটিতে ৩২টি দাঁত থাকে। তবে কখনো কখনো এর ব্যতিক্রম হয়। এর আগে এই বছরের জুলাই মাসে ভারতেই আরেকটি ঘটনার কথা জানা যায়। মুম্বাইয়ের একটি হাসপাতালে অস্ত্রোপচার করে এক কিশোরের দুই পাটি থেকে বের করে আনা হয় ২৩২টি দাঁত। দাঁতের সংখ্যার দিক থেকে একজন মানুষের বেলায় এটি সবচেয়ে বেশি। তবে এবার মধ্য প্রদেশের শিশুটির দুই পাটি থেকে তোলা হলো ৮০টি দাঁত। চিকিৎসকরা বলছেন, এগুলো আসলে দাঁত নয়। অডোনটোমা নামে এক ধরনের রোগ থেকে দাঁতসদৃশ এই বস্তুগুলো দাঁতের পাশ দিয়ে ওঠে। এটি এক ধরনের বিরল রোগ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.