March 25, 2025, 11:17 am

সাইকেল চালালেই চার্জ হবে মোবাইল ফোন!

সময় ডেস্ক: এবার সাইকেল চালালেই মোবাইল ফোনে চার্জ হবে। শুধু মোবাইল ফোন নয়, স্মার্টফোনের এক্সটারনাল ব্যাটারি এবং গৌণ ড্যাশবোর্ড রিচার্জ করা যাবে। এমনই এক তথ্য জানালেন গবেষকরা। সম্প্রতি এমন একটি বাঁশের (৩য় পৃষ্টায় দেখুন) সাইকেল তৈরি করেছেন তারা যাতে প্যাডেল চালালেই একযোগে মোবাইল ডিভাইস, স্মার্টফোনের এক্সটারনাল ব্যাটারি এবং গৌণ ড্যাশবোর্ড রিচার্জ করা যাবে। সাইকেল প্যাডেলিং দ্বারা উৎপন্ন গতিশক্তি রূপান্তরিত হয়ে বিদ্যুতের উৎস হিসেবে কাজ করে। এই বাঁশের সাইকেল নির্মাণকারী দক্ষিণ মেক্সিকোর ক্রিস্টিনা এস্পপিনোসা লোপেজ বলেন শক্তি স্থানান্তরের জন্য এতে একটি সার্কিট তৈরি করা হয়। যা গতিশক্তি ধারণ করে রাখে এবং একে পরবর্তীতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। ক্ষমতা রূপান্তরকারী সিস্টেম ছাড়াও এই সাইকেলে একটি ফ্রেম একটি বিশেষ রজন দ্বারা সংযুক্ত বাঁশের লাঠি দিয়ে একত্র আছে। এছাড়া ধাতুর অংশ প্রতিস্থাপন করে প্রাকৃতিক উপাদান ব্যবহারের লক্ষ্য ছিল বৃহত্তর প্রতিরোধক তৈরি (১২০ কিলো সমর্থন করে) সেই সাথে একে হালকা ও কম তাপ প্রবণ করে তোলা। খুব শিগগির এই সাইকেল বাজারে ছাড়া হবে বলে ক্রিস্টিনা লোপেজ জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.