,

নবীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক সম্রাট আদর আলী গ্রেফতার ..বিপুল পরিমান বোতল উদ্ধার ॥ এলাকায় স্বস্তির নিশ্বাস

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় পুলিশ ফেন্সিডিল বিক্রিকালে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক স¤্রাট আদর আলীকে হাতে নাতে গ্রেফতার করেছে। গতকাল রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস.আই নুর মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ আদরের আস্তানা মান্দারকান্দি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। সে ওই গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে আদর আলী দীর্ঘদিন ধরে হিরোইন, ইয়াবা, বিদেশী মদসহ ফেন্সিডিলের মতো মরন নেশা মাদক বিক্রি করে আসছে। এতে এলাকার উঠতি বয়সের যুব সমাজ বিপদগামী হচ্ছে। হবিগঞ্জ ও নবীগঞ্জের বিভিন্ন স্থান থেকে মাদকসেবীরা মাদক স¤্রাট আদর আলীর মান্দারকান্দি গ্রামের আস্তানায় প্রতিদিন ভীড় জমায়। তার এ সব অপকর্ম নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় একাধিক সংবাদ ফলাও করে প্রকাশ করে। পুলিশ প্রশাসন বিভিন্ন সময় গ্রেফতার অভিযান চালিয়েও তাকে ধরতে ব্যর্থ হয়। আদর আলী অবাধে এলাকায় মাদক ব্যবসার কারনে এলাকায় নানা অপরাধ মূলক কর্মকান্ডও সংঘটিত হয়ে আসছে। স্থানীয় লোকজন তার দাপটে মুখ খুলতেও সাহস পায় না। গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ ফেন্সিডিল বিক্রিকালে হাতে নাতে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক স¤্রাট আদর আলীকে গ্রেফতার করায় এলাকাবাসীর মধ্যে উল্লাস ও স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন মাদক স¤্রাট আদর আলীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। উক্ত খবরে স্থানীয় রসুলগঞ্জ বাজারে উল্লেসিত জনতা মিষ্টিও বিতরণ করেছেন বলে সুত্রে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.