,

এগিয়ে আসতে পারে সাফ ফুটবল

সময় ডেস্ক : পূর্বের সূচি অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা দক্ষিণ এশিয়া সবচাইতে বড় ফুটবল আসর সাফ ফুটবল টুর্নামেন্ট । দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্টের এবারের আয়োজক ভারত। তবে একই সময়ে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দ্বিতীয় আসর বসার কথা। তাই সাফ ফুটবল শুরুর বিষয়টি নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। তবে পূর্ব সূচিতে কিছুটা হেরফের করলে সমস্যা কেটে যাবে। ডিসেম্বরের পরিবর্তে কয়েক মাস এগিয়ে আনলেই সমস্যার সমাধান করা যেতে পারে বলে মনে করছেন সাফ কর্তারা। সে ক্ষেত্রে অন্যান্য সদস্য দেশগুলোর আবার মতো থাকতে হবে। ডিসেম্বরে সাফ ফুটবল হবে নাকি আরও আগেই হবে, সে ব্যাপারে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে সময় বের করে জুনের দিকে এটি করা যায় কি না, এই ব্যাপারটিও ভারতের ফুটবলকর্তাদের মাথায় ঘুরছে তবে ভেন্যু এখনও ঠিক হয়নি সাফের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.