,

হবিগঞ্জে এডুকেশন ওয়াচ রিপোর্ট অবহিতকরণ বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এডুকেশন ওয়াচ রিপোর্ট অবহিতকরণ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনকক্ষে এনজিও সংস্থা এসেড ও গণসারতা অভিযান এর আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ‘নব রূপকল্প চ্যালেঞ্জ: বাংলাদেশ প্রাক-প্রাথমিক শিক্ষার অবস্থা’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন এডুকেশন ওয়াচ রিপোর্ট ২০১৩ এর সমীক্ষার গুরুত্বপূর্ণ ফাইন্ডিং ও নীতিসংক্রান্ত সুপারিশমালা উপস্থাপন করেন ব্র্যাক এর কর্মসূচি প্রধান (গবেষণা ও মূল্যায়ন বিভাগ) সমীর রঞ্জন নাথ। প্রতিবেদনে বাংলাদেশের প্রাক-প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা, সুফল ও প্রতিবন্ধকতাসহ সামগ্রিক চিত্র ফুটিয়ে তোলা হয়। সেমিনার প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন বলেন- ‘আমাদের দেশ মধ্য আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। ২০২১ সালের মধ্যে উন্নতশীল দেশে উন্নীত করতে হলে জাতিকে শিক্ষিত করতে হবে। খেলনা, নাচ-গান, এমনকি তাদের হাতে লজেন্স দিয়ে শিশুদের শিক্ষার প্রতি আকৃষ্ট করে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদানে আনন্দদায়ক পরিবেশে সৃষ্টি করতে হবে। প্রধান আলোচক ছিলেন- বৃন্দাবন সরকারি কলেজ অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য দেন- গণসারতা অভিযান এর উপ-পরিচালক কে এম এনামুল হক। গণসারতা অভিযানের ভাইস চেয়ারম্যান ডক্টর মনজুর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি পরিচালনায় ছিলেন এসেড হবিগঞ্জ এর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী। সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ জেলা সংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সামছুজ্জামান চৌধুরী মাসুদ, শিক্ষক আনোয়ার আলী, শিক্ষক শ্যামল দাশ, শিক্ষিকা হেলেন, অ্যাডভোকেট আলীম তালুকদার, ব্র্যাক কর্মী সুরাইয়া খানম, ফাহমিদা খানম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.