,

৪ হাজার রানের মাইলফলকে সাকিব ॥

সময় ডেস্ক ॥ ক্যানবেরার ম্যানুকা ওভালে গতকাল বুধবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ৩৭তম ওভারের শেষ বলে আফতাব আলমকে ফাইন লেগ দিয়ে চার মেরে চার হাজার রান পূর্ণ করেন বাঁ-হাতি ব্যাটসম্যান সাকিব। আফগানিস্তানের বিপক্ষে ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার খেলতে নেমেছিলেন মাইলফলক থেকে ২৩ রান দুরে থেকে। প্রয়োজনীয় ২৩ রান তুলতে ২৬ বল খেলেন তিনি। ২৬তম ওভারে সৌম্য সরকার আউট হওয়ার পর ক্যানবেরার উইকেটে আসেন সাকিব। শাপুর জাদরানকে চার মেরে রানের খাতা খেলেন ক্রিকেটের তিন সংস্করণেই সেরা এই অলরাউন্ডার। চার হাজার রানের মাইলফলকে পা রাখার পর ৪৩ বলে অর্ধশতক তুলে অন্যরকম এক প্রাপ্তির আনন্দে ভাসেন সাকিব। এটি তার ২৭তম ওয়ানডে অর্ধশতক হলেও অস্ট্রেলিয়ার মাঠে প্রথম। ৪৫তম ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগে আগে ৫১ বলে ৬৩ রানের মূল্যবান ইনিংস উপহার দেন সাকিব। তার ইনিংসটি ছয় চার ও এক ছক্কায় সাজানো। ৪৫তম ওভারের দ্বিতীয় বলে হামিদকে স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কাটি মারেন তিনি। বাংলাদেশের ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জুটিতে অবদান রাখেন সাকিব। মুশফিকের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ১১৪ রান তোলেন তিনি। এ জুটিতে মুশফিক ৬২ ও সাকিব ৫০ রান করেন। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সাকিবের। আফগানিস্তানের বিপক্ষে নিজের ১৪২তম ওয়ানডে খেলতে নামেন তিনি। ওয়ানডেতে তার রান হল ৪ হাজার ৪০।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.