,

বলিউডে সবচেয়ে মোটা নায়িকা ভুমি

সময় ডেস্ক ॥ গত শুক্রবার মুক্তি পেয়েছে ইয়াশ রাজ ফিল্মসের নতুন সিনেমা ‘দাম লাগাকে হাইশা’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো হিন্দি সিনেমার পর্দায় দেখা গেল সত্যিকার অর্থেই ‘মোটা’ এক নায়িকাকে। ভুমি পেডনেকারের অভিনয় এরই মধ্যে সমালোচক এবং হিন্দি সিনেপাড়ার বাসিন্দাদের মন জয় করে নিয়েছে। সেই সাথে পর্দায় আর দশটা সাধারণ মানুষের মতোই এক নায়িকাকে পেয়ে দর্শকরাও বেশ খুশি বলেই মনে হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি হিন্দি সিনেমায় হাওয়া বদলের ইঙ্গিত না কি কেবল এক বিচ্ছিন্ন ব্যতিক্রম! ইয়াশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানুর সহকারী ভুমিকে সিনেমাটির জন্য হুট করেই নির্বাচন করা হয়। ৩০ বছর বয়সী ভুমি নিজেও জানতেন না, সিনেমার নায়িকা হিসেবে তার অডিশন নেওয়া হচ্ছে। এরপর সিনেমা মুক্তির আগে তাকে গণমাধ্যমে কথা বলতে বারণ করা হয়। যার ফলে নতুন এই নায়িকা সম্পর্কে পুরোপুরি অন্ধকারেই ছিল দর্শকরা। তবে সিনেমাটি মুক্তি পাওয়ার পর দেখা গেল পর্দার ভুমি আর বাস্তবের ভুমির মধ্যে তফাত অনেক, কারণ এরই মধ্যে বেশ বাড়তি মেদ অনেকটাই ঝরিয়ে ফেলেছেন তিনি। তার মানে কি ছিপছিপে গড়নের সুন্দরী নায়িকাদের কাতারে যোগ দিতে যাচ্ছেন তিনিও মোটা গড়নের নায়িকারা আগেও এসেছেন। নতুনত্বের কথা বলে তাদের স্বাগতও জানানো হয়েছ কিন্তু কিছুদিন বাদেই মেদের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের। পারিনিতি চোপড়া, সোনাকশি সিনহা, হুমা কুরেশির মতো নায়িকাদের গ্ল্যামারসর্বস্ব এই ইন্ড্রাস্ট্রিতে নিজেদের জায়গা ধরে রাখতে আবার সেই গতানুগতিকের পথেই হাঁটতে হচ্ছে। ইয়াশ রাজের সঙ্গে তিনটি সিনেমার চুক্তি সই করা ভুমিকে পরবর্তী সিনেমাগুলোতে কোন অবতারে উপস্থাপন করা হবে, সেটাই এখন দেখার বিষয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.