March 22, 2025, 7:22 pm

ব্যাটিং অর্ডার নিয়ে ভাবছেন না সাকিব

সময় ডেস্ক ॥ সাংবাদিকদের সামনে সাকিব। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে কিছুটা নিচে ব্যাট করেছেন সাকিব আল হাসান। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, তাঁকে ও মুশফিকুর রহিমকে আরও ওপরে খেলানো প্রয়োজন। সাকিব অবশ্য ব্যাটিং অর্ডার, নিয়েও মোটেও চিন্তিত নন। তবে তিনি ভাবছেন বাংলাদেশের শেষ আটে পৌঁছানো নিয়ে। সাকিব আজ নেলসনে সাংবাদিকদের বললেন, ‘এটা কোচ ও অধিনায়কের ব্যাপার। তারা যেটা দলের জন্য ভালো মনে করবে সেটাই করবে। আমার মনে হয় না, তাতে কেউ দ্বিমত করবে।’ বিশ্বকাপ মিশন শুরুর আগেই জানা গিয়েছিল, বাংলাদেশ দলের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। নিজেদের প্রথম ম্যাচে জয়, দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি, তৃতীয় ম্যাচে হারতবুও শেষ আটে যাওয়ার দারুণ সম্ভাবনা আছে বাংলাদেশের। এখন সম্ভাবনা আর সমাপ্তির মাঝে দূরুত্ব দুই ম্যাচ। সাকিব এ ব্যাপারে আশার গানই শোনাচ্ছেন, ‘সহজ হিসাব, আগামী তিন ম্যাচের দুটো জিতলেই কোয়ার্টার ফাইনালে যাব। সেটা করতে পারলে আর কোনো সমীকরণের প্রয়োজন হবে না। আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি।’ শ্রীলঙ্কার ম্যাচে ছিল অনেক ভুল। বিশেষ করে সেদিন বাজে ফিল্ডিংয়ের চড়া মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে। তবে এগুলো ক্রিকেটের অংশ হিসেবেই মনে করেন সাকিব, ‘এর আগের ম্যাচগুলোয় (শ্রীলঙ্কা ম্যাচের আগে) তো আমরা ভালো ফিল্ডিং করেছি। কোনো ম্যাচে ভালো ফিল্ডিং হয়, কোনো ম্যাচে খারাপ। এটা আসলে ক্রিকেটের অংশ। আমরা সবাই উন্নতি করার চেষ্টা করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.