,

চোখের ইশারায় স্মার্টফোন লক!

সময় ডেস্ক ॥ এবার চোখের ইশারায় লক হয়ে যাবে আপনার মোবাইল ফোন, শুধু তাই নয়, চোখের ইশারায় আপনার স্মার্টফোনটি খুলতেও পারবেন, এমনই নতুন স্মার্টফোন আনল বার্সেলোনার মোবাইল কংগ্রেস থেকে তারা তাদের নতুন বায়োমেট্রিক প্রযুক্তির এস-৩ মডেলটি বাজারে আনল। আর তাদের নতুন এই ফোনটির অপারেটিং সিস্টেমে আছে ৪.৪ কিটক্যাট ভার্সন। পাশাপাশি ফোনে আছে ২.৫ গিগাহার্ৎজ প্রসেসর ও ৩ জিবি ব্যয়াম এছাড়া তঞঊ-এর এই ফোনে আছে ফ্ল্যাশ সহ ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫.৫ এইচডি ডিসপ্লে’র (১০৮০-১৯২০) এই ফোনটির ইন্টারনাল মেমরি ১৬ জিবি। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত। পাশাপাশি ফোনটিতে আছে ৩১০০ এমএএইচ ব্যাটারি। ফোন প্রস্তুতকারী সংস্থাটির দাবি, ৩-জি নেটওয়ার্কে ফোনটিতে টানা নয় ঘণ্টা কথা বলতে পারবেন ব্যবহারকারী। দেশের বাজারে এখনও এই ফোনটি আনা না হলেও তঞঊ-র তরফে জানা গিয?েছে, নতুন ফোনটির দাম হতে পারে ২১ হাজার টাকার আশপাশে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.