,

সালমান আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ

সময় ডেস্ক ॥ একসময় প্রেমে মজেছিলেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। পরে বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠতা দূরত্ব বাড়িয়েছে তাদের। তবে এখনো সালমানকে বিশেষভাবে মনে করেন ক্যাটরিনা। ক্যারিয়ারে আজকের এই অবস্থানের পেছনে সালমানের অবদান অকপটে স্বীকার করেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে ক্যাট বলেন, সালমান আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সালমানের বাবা-মা, বোনও আমার খুব ভালো বন্ধু, তারা অসাধারণ। ক্যাটরিনা বলেন, তিনি (সালমান) একজন অসাধারণ মানুষ। পৃথিবীতে তার মতো মানুষ খুব কমই খুঁজে পাবেন। তিনি ভবিষ্যতেও আমার জীবনের গুরুত্বপূর্ণ হয়ে থাকবেন। তাকে ছাড়া বলিউডে আমার পথচলা কঠিন হতো ক্যাটরিনা বলেন, জীবনে চলার পথে কেউ যদি তাকে (সালমান) পেয়ে যান তবে তিনি খুবই ভাগ্যবান। আর সালমান শুধু আমাকে সহায়তা করেননি; তিনি সবার জন্যই এগিয়ে আসেন, ক্যাট আরো বলেন, সালমান ও আমাকে নিয়ে যেসব বাজে কথা ছড়িয়েছে তার জন্য আমিই মূলত দায়ী। কথাগুলো নিয়ে মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এতে গুঞ্জণ ছড়াতেই থাকে, তাদের শেষ দেখা হয় সালমানের বোন অর্পিতার বিয়েতে। সালমান সেদিন ক্যাটকে নিয়ে সবার সামনে মজা করেন। বিভিন্ন গণমাধ্যমের খবর, মুম্বাইয়ের কার্টার রোডে নতুন বাড়িতে উঠে এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ক্যাট-রণবীর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.