,

চুনারুঘাটে শাহ্ মাদার (রা:)’র ১৬৩ তম পবিত্র ওরশ সম্পন্ন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পরাঝার মুছিকান্দি গ্রামে হযরত শাহ মাদার (রা:) ১৬৩ তম বাৎষরিক ওরশ সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার শাহ মাদার শান্তিপূর্ণভাবে সারারাত জিকির আছকার মিলাদ মহাফিলসহ মারিফতি গান উপভোগ করেছেন ভক্তরা। ওরশের শেষে হাজার হাজার আশেকান ভক্তদের সমাগম হয়েছে। অনেক দুর দুরান্ত থেকে আশেখান ভক্ত শাহ্ মাদার দরগা মাদার শরীফে জিয়ারত করেন। আবার অনেকেই ভক্তরা মোমবাতি, আগরবাতি, জ্বালিয়ে দেন এবং টাকা পয়সা দান করেন মাজার শরীফে। কেউ কেউ গরু ছাগল জবাই করে শিরনী বিতরণ করেন। শেষে কাফেলা গুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে এসে বাউল শিল্পীরা মুর্শিদী, আধ্যাত্মিক ও বাউল গান পরিবেশন করেন। কাফেলা ব্যবস্থাপক মাজার কমিটির নালুয়া চা বাগানের বাবু আবুল বশর ও সাংবাদিক ফারুক, মিয়া খাদেম আবদুল হান্নান জানান, তাদের কাফেলায় শান্তিপূর্ণভাবে শিল্পীরা মারিফতি গান উপভোগ করছেন। এতে হাজার হাজার দর্শক অংশ গ্রহণ করে। শান্তিপূর্ণভাবে উপভোগ করায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন কমিটির সদস্যরা। রাত ১টায় মোনাজাতের মাধ্যমে কাফেলার সমাপ্ত হয়। এতে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.