,

বিয়ে করছেন শহীদ কাপুর

সময় ডেস্ক ॥ তারকাদের বিয়ের কথা নিয়ে বিস্তর গুজব সব সময়ই হয়। তবে এখন পর্যন্ত খবর যা বলছে- শহীদ কাপুরের বিয়ের খবরটা গুজব নয়- সত্যিই হতে যাচ্ছে। আর শহীদের পাত্রীটি রুপালি জগতের কোনো তারা নন, দিল্লির এক সাধারণ মেয়ে। নাম তাঁর মিরা রাজপুত। টাইমস অব ইন্ডিয়া এবং বলিউডলাইফের খবর অনুযায়ী, এ বছরের ১৪ জানুয়ারি বাগদান হয়েছে তাঁদের। আপাতত অবশ্য একে অন্যকে আংটি পরিয়েই চুপচাপ শহীদ ও মিরা। ধুমধাম করে বিয়ে হওয়ার কথা রয়েছে এ বছরের শেষে, ডিসেম্বর মাসের দিকে। এ মুহূর্তে অবশ্য গণমাধ্যমের সামনে এই বিয়ের বিষয় নিয়ে তাঁদের দুজনের একজনও মুখ খুলছেন না। শহীদের পাত্রী মিরা ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী, লেডি শ্রীরাম কলেজে পড়ছেন অনার্স থার্ড ইয়ারে। ছেলেবেলায় পড়েছেন বসন্ত ভ্যালি স্কুলে। শহীদ ও তাঁর বাবা পংকজ কাপুর একটি বিশিষ্ট ধর্মীয় গোষ্ঠী রাধাস্বামী সৎসঙ্গের অনুসারী। মিরার সাথে শহীদের পরিচয় সেখানেই। এক সময় কারিনা কাপুর ছাড়াও বলিউডের অনেক নায়িকার সাথেই প্রেমের ক্ষণিক সম্পর্ক হয়েছে শহীদ কাপুরের। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরের কাউকে বিয়ে করতে চান তিনি। এতে জীবনকে ভিন্নভাবে দেখার সুযোগ মিলবে তাঁর। মিরার সাথে এই সম্পর্ককে তাই রটনা নয়, ঘটনা হিসেবেই ধরে নেওয়া যায়। শহীদ কাপুরের জন্য এ বছরের শুরুটাই ছিল দুর্দান্ত। ‘হায়দার’ ছবির কল্যাণে ফিল্মফেয়ার থেকে শুরু করে বড় বড় সব পুরস্কার এ বছর শহীদের ঝুলিতে। বছরের শেষটা বুঝি তাই শুভ পরিণয়ে শেষ করতে চান এই অভিনেতা শহীদ কাপুর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.