,

নিলামে উঠছে ক্রিকেট বিশ্বকাপের বল ও টস কয়েন

সময় ডেস্ক ॥ ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর বয়ে আনছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। এর ফলে বিশ্বকাপে ব্যবহৃত মূল্যবান কিছু সামগ্রী ঘরে তোলার সুযোগ পেতে যাচ্ছে ক্রিকেটভক্তরা? একাদশ বিশ্বকাপে যে বিশেষ কয়েনগুলো দিয়ে টস হয় সেগুলো নিলামে উঠাচ্ছে আইসিসি। শুধু কয়েন নয়, টুর্নামেন্টে ব্যবহৃত কিছু বলও নিলামে তোলা হবে। নিলামের মাধ্যমে সাধারণ মানুষ এগুলো ক্রয় করতে পারবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান একাদশ বিশ্বকাপের ৪৯টি ম্যাচের টসে ব্যবহৃত কয়েনগুলোর অনলাইনে নিলাম করা যাবে? এছাড়া নিলামে তোলা হবে বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচের অফিসিয়াল স্কোর বোর্ড এবং কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে ব্যবহৃত একটি করে বল িি.িরপপ-ংযড়ঢ়.পড়স সাইটে গিয়ে নিলামে অংশ নিতে পারবে যে কেউ। উল্লেখ্য, ২০১১ সালের বিশ্বকাপের সামগ্রীও নিলামে তুলেছিল আইসিসি তাতে আকাশ ছোঁয়া সাফল্য পাওয়ায় ফের এই পরিকল্পনা নেওয়া হয়েছে, এবারো এই উদ্যোগ সফল হবে বলে আশা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.