March 22, 2025, 7:17 pm

১৪ বছর কারাভোগের পর দেশে ফিরল ৩ ভারতীয় নাগরিক

সংবাদদাতা ॥ বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে গ্রেফতার হওয়ার পর অস্ত্র মামলায় ১৪ বছর কারাভোগ শেষে নিজ দেশে ফিরেছেন তিন ভারতীয় নাগরিক। গতকাল মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলার বাল্লা চেকপোস্ট দিয়ে তাদের ভারত ফিরিয়ে দেওয়া হয়। তিন ভারতীয় নাগরিক হলেন- ত্রিপুরা রাজ্যের ধলাই মহুকুমার ভুক্কুক দেব বর্মা, মানজাক দেব বর্মা ও টেক্কেক দেব বর্মা। স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ বছর আগে চুনারুঘাটে অস্ত্রসহ ধরা পরে ৬ ভারতীয় নাগরিক। তারা সবাই ছিলেন ত্রিপুরারা বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সক্রিয় সদস্য। অবৈধভাবে অনুপ্রবেশ ও অস্ত্র বহনের অপরাধে তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানা একটি অস্ত্র মামলা দায়ের হলে আদালত ৬ আসামিকে ১৪ বছরের কারাদন্ড দেন। এর মধ্যে গেলো একমাস আগে দুই জনকে ভারতে ফেরত পাঠানো হয়। দেড় বছর আগে আরেকজনকে ঢাকা ভারতীয় দূতাবাসের মাধ্যমে ফেরত পাঠানো হয়। গতকাল মঙ্গলবার অবশিষ্ট তিনজনকে সব আনুষ্ঠানিকতা শেষ করে বাল্লা চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও পুলিশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেয়। একই সময়ে দুই মাস আগে ভারতে আটক বাংলাদেশি নাগরিক চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রঞ্জন খানকে বাংলাদেশে ফেরত পাঠায় বিএসএফ। রঞ্জন দুই মাস আগে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় চুরির ঘটনায় গ্রেফতার হয়ে কারাভোগ করে কয়েকদিন আগে মুক্তি পায়। বিএসএফ রঞ্জনকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য বলেছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ-বিজিবি ও বিএসএফ মিলে উভয় দেশর নাগরিকদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.