March 22, 2025, 7:53 pm

বাহুবলে ন্যায্য মূল্যে ধান কিনতে কৃষকের বাড়িতে জেলা প্রশাসক

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রকৃত কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ন্যায্য মূল্যে ধান কিনছেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার স্নানঘাট গ্রামের কৃষক মোঃ আউয়াল মিয়ার বাড়ি থেকে ধান কিনা কার্যক্রম শুরু হয়। পরে একেক করে কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি মূল্যে ধান ক্রয় কিনা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসীম উদ্দিনসহ খাদ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, কৃষকরা যাতে ধানের ন্যায্য দাম পান ও প্রকৃত কৃষক যাতে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন সেজন্য উপজেলা প্রশাসন যাচাই-বাছাই করে কৃষকদের তালিকা প্রস্তুত করে দিয়েছেন। এবার এ উপজেলায় ৯৫ জন কৃষকের কাছ থেকে ৯৫ টন ধান কেনা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন বলেন, এবার ধান সংগ্রহে কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুযোগ নিতে না পারে এজন্য কৃষকের বাড়ি গিয়েই ধান সংগ্রহ করছি আমরা। আর এ ধান সংগ্রহের উদ্বোধন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, প্রকৃত কৃষকদের বাছাই করে তাদের কাছ থেকে ধান কেনা হবে। কোনো ভাবেই কোনো সিন্ডিকেট ধান দিতে পারবে না। যদি কেউ সিন্ডিকেট করে ধান দিতে চায় তা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রহন করা হবে। এদিকে, ন্যায্যমূল্যে ধান দিতে পেরে স্থস্থি প্রকাশ করেছেন কৃষকরা। কৃষক আউয়াল মিয়া বলেন, আমি সরকারের দেয়া ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পেরে খুশি। তবে আমি দাবী জানাই প্রশাসন যাতে করে বিষয়টি গুরুত্ব সহকারে নজর রাখে। যাতে মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিতে না পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.