March 18, 2025, 11:10 pm

ক্যাটরিনার মূর্তি উন্মোচন

সময় ডেস্ক ॥ লন্ডনের মাদাম তুসো জাদুঘরে ঠাঁই পেল বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মোমের মূর্তি। গত শুক্রবার তাঁর মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে। লন্ডনের মাদাম তুসো জাদুঘরে বলিউডের সপ্তম তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন ক্যাটরিনা। এর আগে অমিতাভ বচ্চন (২০০০), ঐশ্বরিয়া রাই বচ্চন (২০০৪), শাহরুখ খাঁন (২০০৭), সালমান খাঁন (২০০৮), হৃতিক রোশন (২০১১) ও মাধুরী দীক্ষিতের মোমের মূর্তি ঠাঁই পেয়েছে লন্ডনের মাদাম তুসোয়। ক্যাটরিনার মোমের মূর্তি উন্মোচনের দিন ‘ফিফটিন ইয়ারস অব বলিউড’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা। নিজের মোমের মূর্তি উন্মোচনের পর তা দেখে মুগ্ধ হয়ে যান ক্যাট। অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিজের মোমের মূর্তি সম্পর্কে তিনি মন্তব্য করেন, ‘এটি বিস্ময়কর। এটি দেখতে অবিকল আমার মতো। এদিকে মাদাম তুসো জাদুঘরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত এক দশকেরও বেশি সময় ধরে আমাদের বিশ্বখ্যাত ভাস্কররা ভারতীয় চলচ্চিত্র শিল্পের সঙ্গে কাজ করছে। আমরা বিশেষভাবে তৈরি করেছি বলিউড এরিয়া যা এখানকার অন্যতম আকর্ষণের জায়গা। এ বছর মাদাম তুসোয় বলিউডের কোন তারকার মোমের মূর্তি স্থাপন করা হবে তা নির্বাচনের জন্য গত বছর অনলাইন ভোটিংয়ের ব্যবস্থা করা হয় মাদাম তুসোর ওয়েবসাইটে। সব মিলিয়ে দুই লাখ ২৫ হাজারেরও বেশি ভোট পড়ে। সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হন ক্যাটরিনা। এই দৌড়ে তিনি পেছনে ফেলেন প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের মতো জনপ্রিয় অভিনেত্রীদের। চার মাস সময় নিয়ে ক্যাটরিনার মোমের মূর্তি তৈরি করেন ২০ জন ভাস্কর ও শিল্পীর একটি দল। মূর্তি তৈরিতে ব্যয় হয় দেড় লাখ পাউন্ড।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.