March 18, 2025, 10:41 pm

৪ ব্যক্তিত্বের সংবর্ধনা

সময় ডেস্ক ॥ ২০১৫ সালে একুশে পদকপ্রাপ্ত তিন চলচ্চিত্র ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, ফরিদুর রেজা সাগর ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নায়করাজ রাজ্জাককে আজ সন্ধ্যায় সংবর্ধনা দেবে চলচ্চিত্রের শীর্ষ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা প্রাপ্তির মাধ্যমে চলচ্চিত্র শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য চলচ্চিত্র সংশ্লিষ্ট চার ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিও সম্মানিত হবে বলে জানালেন সমিতির উপদেষ্টা কমিটির সভাপতি নাসিরুদ্দিন দিলু। তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের বিকাশে নায়করাজ রাজ্জাক, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত ও ফরিদুর রেজা সাগরের অবদান অপরিসীম। তাদের রাষ্ট্রীয় সম্মান প্রাপ্তিতে আমরা চলচ্চিত্র শিল্পের সবাই আনন্দিত ও গর্বিত। এই আনন্দ ভাগাভাগি করার জন্যই আমাদের আজকের এই ছোট্ট অথচ আন্তরিকতায় ভরপুর আয়োজন। আশা করি আয়োজনটি একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত চারজনেরই ভাল লাগবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.