সময় ডেস্ক ॥ ভারতের জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় সুরেশ রায়না জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। বাল্যকালের বন্ধু প্রিয়াঙ্কা চৌধুরিকে গতকাল দিল্লির দ্য লীলা প্যালাস হোটেলে বিয়ে করেন তিনি । ক্রিকেট তারকা থেকে শুরু করে বলিউডের অনেক সেলিব্রেটিরা রায়না ও প্রিয়াঙ্কার বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নবদম্পতিকে শুভ কামনা জানিয়েছেন। নববধূ প্রিয়াঙ্কা নেদারল্যান্ডসে একটি কোম্পানিতে চাকরি করেন। তার বাবা গাজিয়াবাদে রায়নার খেলার শিক্ষক ছিলেন। সেই সুবাদে প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে রায়নার পরিবারের দীর্ঘদিন ধরেই পরিচিতি ও সুসম্পর্ক ছিল। আর রায়না তার মায়ের পছন্দেই প্রিয়াঙ্কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বলে ইতোমধ্যে জানিয়েছেন। রায়নার বিয়েতে উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি, আইসিসির বিতর্কিত চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন, বীরেন্দর শেহবাগ, ইরফান পাঠান, রায়নার চেন্নাই সুপার কিংসের টিমমেট ডোয়াইন ব্রাভো ও কোচ স্টিফেন ফ্লেমিং। ভারতীয় দলের সহ-অধিনায়ক বিরাট কোহলি তার প্রেমিকা অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ধোনিও তার স্ত্রী সাক্ষীকে নিয়ে বিয়েতে হাজির ছিলেন। এছাড়া ভারতীয় ক্রিকেট দলের অন্যান্য সব খেলোয়াড়েরাও বিয়েতে উপস্থিত ছিলেন। বলিউড সেলিব্রেটিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা অনুপেম খের, অভিনেত্রী শ্রেতা তিওয়ারিসহ আরো অনেকে। বাংলাদেশ প্রতিদিন
Leave a Reply