,

‘বাঙালী বিশ্বময়’

সময় ডেস্ক ॥ স্যাটেলাইট চ্যানেল জিটিভিতে সপ্তাহের প্রতি শুক্রবার রাত ১১টায় প্রচার হয় ব্যতিক্রমী অনুষ্ঠান ‘বাঙালী বিশ্বময়’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অরিন্দম মুখার্জী রিংকু। বাঙালী বিশ্বময়ের অনুষ্ঠানের প্রতিপর্বে দেখানা হয় বাংলাদেশে জন্মগ্রহনকারী এমন সব সেলিব্রেটিকে যারা বর্হিবিশ্বে বাংলাদেশকে নিজস্ব স্বকীয়তায় উজ্জল করেছেন। তাদের বংশ পরিচয়, বেড়ে ওঠা, জীবন চরিত্র, কর্ম, সাফল্যগাঁথার প্রামাণ্য চিত্র। আমাদের দেশের অনেক গুণীজন যারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন, যা বর্তমানে বাংলাদেশে এবং বর্তমান প্রজন্মের কাছে অজানা রয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন জেলা, থানা, অঞ্চলে ওই সকল সেলিব্রেটি, বিশ্ববিখ্যাত মানুষের বসতভিটার চিহ্ন হয়ত এখনও স্পষ্টত সময়ের পরিক্রমায় আমরা ভুলে যাচ্ছি আমাদের অহংকারের উৎসগুলোকে। বিশ্ববিখ্যাত ব্যক্তিদের মধ্যে আমরা গর্ব করে যে সকল কালপুরুষ, প্রিয়মুখ ও জনপ্রিয় মুখগুলোর নাম হরহামেশাই উচ্চারণ বা বন্দনা করি তাদের অনেকেই এই সোনার বাংলাদেশে জন্মেছে। এই বাংলাদেশেই তাদের পৈত্রিক ভিটামাটি। বাংলাদেশের জল-মাটি-বাতাসের গন্ধ। এ রকম বেশ কিছু ব্যক্তিত্বের জানা অজানা বর্ণাঢ্য জীবন নিয়েই আমাদের এই ‘বাঙালী বিশ্বময়’। অনুষ্ঠানের মাধ্যমে তাদের বংশ পরিচয়, বেড়ে ওঠা, জীবন চরিত্র, কর্ম, সাফল্যগাথার প্রামান্য তৈরি করে বিশ্বকে এবং বিশেষ করে বাংলাদেশের প্রতিটি মানুষকে জানিয়ে দেয়া। এই অনুষ্ঠানের মাধ্যমে বোঝানো হয়েছে, বাঙালী বিশ্বজুড়ে কিংবা বিশ্বময় বাংলাদেশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.