,

নবীগঞ্জে জামায়াত শিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ॥

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার নবীগঞ্জ পৌর জামায়াতের উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর আমীর সাইদুল হক চৌধুরীর নেতৃত্বে শহরের সেন্টাল প্লাজার সামন থেকে শুরু হয়ে মা হোটেলের সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর আমীর সাইদুল হক চৌধুরী বলেন ২০০৬ সালের ২৮ অক্টোবর আমাদের জাতীয় ইতিহাসের একটি কলঙ্কিত দিন। আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা হাইকমান্ডের নির্দেশে লগি-বৈঠার সন্ত্রাসী তান্ডব চালিয়ে সেদিন পল্টনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৮ জনসহ ১৪ জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে। তিনি সরকারকে ষড়যন্ত্র ও অপরাজনীতি পরিহার করে অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আহ্বান জানান। আরো উপস্থিত ছিলেন শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম, পৌর জামায়াত সেক্রেটারী আহমদ হোসাইন, জামায়াত নেতা মিজানুর রহমান চৌধুরী, আলী বাহার, শাহ আবু বকর, শহিদুল ইসলাম, মোঃ সুবীন চৌধুরী, আবুল হাসান আল রাসেল, মোঃ ওয়ারিদ মিয়া, জামিল আহমেদ, ফুল মিয়া প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.