,

পাত্রী খুঁজছেন শাকিব খান

সময় ডেস্ক ॥ ছাদনা তলায় বসার ইচ্ছে প্রকাশ করলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। যেকোনো সময়, যেকোনো জায়গায়, যে কারও সঙ্গেই শাকিবের বিয়ের ঘণ্টা বেজে যেতে পারে। এখন অপেক্ষা শুধু জুতসই পাত্রীর। এফডিসির তিন নম্বর ফ্লোরে ‘আরও ভালোবাসবো তোমায়’ ছবির শুটিংয়ের ফাঁকে এমনটাই জানালেন শাকিব খান। তখন সেখানে আরও উপস্থিত ছিলেন গায়ক রবি চৌধুরী। আড্ডার একপর্যায়ে ভালো কোনো মেয়ের খোঁজ পেলে রবি চৌধুরীকে জানানোর অনুরোধ করেন শাকিব খান। বিয়ে প্রসঙ্গে শাকিব বলেন, ‘বিয়ে তো করে ফেলতে চাই। সমস্যা হচ্ছে, পাত্রী পাচ্ছি না। বাসা থেকেও পাত্রীর খোঁজ করা হচ্ছে। মনের মতো পাত্রীর সন্ধান মিললে যেকোনো সময় সবাইকে বিয়ের সুখবর দিতে পারব বলে আশা করছি। কেমন পাত্রী চাই জানতে চাইলে শাকিব বলেন, ‘আমার তেমন কোনো চাহিদা নেই। আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন। এখন জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে চাই, যে আমাকে ভালোভাবে বুঝতে পারবে। আমার পেশার প্রতি সম্মান দেখাবে। পছন্দ হয়ে গেলে বিদেশিনী কাউকে বউ হিসেবে ঘরে আনতেও আমার আপত্তি নেই। এদিকে বেশ কয়েক বছর ধরেই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের বিয়ের গুঞ্জন ভাসছে। অবশ্য তারা দুজনই বিষয়টিকে অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা দুজন শুধুই বন্ধু। এর বাইরে তারা আর কিছুই ভাবতে চান না। ‘আরও ভালোবাসবো তোমায়’ ছবির প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এস এ হক অলীক পরিচালিত ছবিটিতে শাকিবের বিপরীতে আছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.