,

রণবীরের অভিনয় পছন্দ নয় ঋষির!

সময় ডেস্ক ॥ বলিউডের তরুণ নায়কদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় রণবীর কাপুর। আট থেকে আশি সবাই তার অভিনয় গুণে মুগ্ধ। কিন্তু ছেলের অভিনয়ে খুশি নন বাবা ঋষি কাপুর। বলিউডের প্রখ্যাত এই অভিনেতা প্রকাশ্যে বলেছেন, ‘রণবীরের অভিনয় আমাকে কোনো দিন সেভাবে স্পর্শ করেনি।’ রকস্টার ও বরফি সিনেমায় রণবীরের অভিনয় দর্শক থেকে সমালোচক মহল সব জায়গায় বেশ প্রশংসিত হয়েছে। কিন্তু দাগ কাটেনি বাবার মনে। ছেলের অভিনয়ে খুশি নন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋষি কাপুর বলেন, ‘আমি রণবীরের সিনেমার ভালো সমালোচক নই। তাই রণবীর আমাকে ওর প্রায় সিনেমাই দেখায় না।’ তিনি আরো বলেন, ‘আমার সঙ্গে প্রায়ই রণবীরের মতবিরোধ দেখা দেয় ওর অভিনয় নিয়ে। রণবীরের অনেক অভিনয় আমার পছন্দ হয় না। আমি ওকে বলতে থাকি ও কেন এটা করেছে। কিন্তু ও কিছুতেই ভুলটা মানতে চায় না। আর এই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। উল্লেখ্য, বেশরম সিনেমায় বাবা-ছেলেকে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে শুধু বাবা নয়, সিনেমাটিতে অভিনয় করেছিলেন রণবীরের মা প্রখ্যাত অভিনেত্রী নীতু কাপুরও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.