March 18, 2025, 11:50 pm

শাহরুখের মতো জার্মান রাষ্ট্রদূত!

সময় ডেস্ক ॥ ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মাইকেল স্টেইনার একটি মিউজিক ভিডিও বের করেছেন। এতে করণ জোহর প্রযোজিত ‘কাল হো না হো’ ছবিতে শাহরুখ খানের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন বলিউডের এই সুপারস্টার। ‘লেবে ইয়েৎজ-কাল হো না হো’ নামের ভিডিওতে স্টেইনার ছবিটির শিরোনাম-গানে ঠোঁট মিলিয়েছেন। ‘লেবে ইয়েৎজ’ হলো জার্মান বাক্য। এর অর্থ বেঁচে থাকা। এটি লিখেছেন জাভেদ আখতার, গেয়েছেন সনু নিগাম। সুর ও সংগীত পরিচালনা করেছেন শঙ্কর-এহসান-লয়। এই গানের কথায় তুলে ধরা হয়েছে, অতীত ও ভবিষ্যতের চিন্তা ফেলে বেঁচে থাকা। সাড়ে তিন মিনিট ব্যাপ্তির ভিডিওটি নির্মাণ করেছেন সুমিত ওসমান্ড শাউ। এতে স্টেইনারের স্ত্রী এলিসও অভিনয় করেছেন। এ ছাড়া আরেকটি চরিত্রে দেখা গেছে ভারতের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদকে। এটি দেখে মুগ্ধ হয়ে করণ জোহর দেখার জন্য বলেন শাহরুখকে। টুইটারে ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘চমৎকার কাজ। এক যুগ আগে মুক্তিপ্রাপ্ত ‘কাল হো না হো’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেন প্রীতি জিনতা ও সাইফ আলি খান। এটি পরিচালনা করেন নিখিল আদভানি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.