,

বাংলাদেশেরদ্বিতীয় দিনে হতাশা

সময় ডেস্ক ॥ বাংলাদেশের হয়ে টেস্টে অভিষিক্ত বোলার মোহাম্মদ শহিদের বলে ক্যাচ তুলেছিলেন মোহাম্মদ হাফিজ। কিন্তু উইকেটের পিছনে বল গ্লাভসবন্দি করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। জীবন পাওয়া হাফিজ শেষ অবদি ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতক তুলে নিয়ে ব্যক্তিগত ১৩৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। তার সঙ্গী আজহার অপরাজিত আছেন ৬৫ রানে। তাদের নিরবিচ্ছিন্ন জুটির ওপর ভর করে বড় সংগ্রহের পথেই এগোচ্ছে সফরত পাকিস্তান। এছাড়া সামি আসলাম ২০ রান করে আউট হয়েছেন। পাকিস্তানি ব্যাটসম্যানদের আউট করতে টাইগারদের সামনে বেশ কয়েকটি সুযোগ এলেও ফিল্ডারদের ব্যর্থতায় তা হাতছাড়া হয়। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি পেয়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়েছিল সফরকারিদের। ১১ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন ছিল ওপেনিং জুটি। কিন্তু ১২তম ওভারে জুটি ভেঙেছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২০ রানে আউট হন সামি আসলাম। তখন পাকিস্তানের সংগ্রহ ছিল ৫০ রান। এর পর হাফিজের সঙ্গে জুটি বাঁধেন আজহার আলী। দিন শেষে তারা নিরবিচ্ছিন্ন থাকেন। এর আগে ৪ উইকেটে ২৩৬ রানে টেস্টের প্রথম দিন শেষ করে স্বগতিকরা। আগের দিনের সংগ্রহ নিয়ে বুধবার টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমে বাংলাদেশ বেশি দূর যেতে পারেনি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে। সাকিব-মুশফিক-অভিষিক্ত সৌম্য কিংবা বাকিরা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। প্রথম দিন শেষে সাকিব অপরাজিত ছিলেন ১৯ রানে। বুধবার তিনি নিজের নামের পাশে ৬ রান যোগ করে সাজঘরে ফিরেন। মুশফিক ও সৌম্যের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৩২ ও ৩৩ রান। এ ছাড়া মোহাম্মদ শহিদ ১০, রুবেল ২, তাইজুল ১ রান করেন। শুভাগত হোম অপরাজিত থাকেন ১২ রানে। সব মিলিয়ে বাংলাদেশকে ৩৩২ রানে বেঁধে ফেলে পাকিস্তানের বোলাররা। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ ৩টি এবং মোহাম্মদ হাফিজ ও জুলফিকার বাবর ২টি করে উইকেট পেয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.