স্টাফ রিপোটার ॥ দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্থান। টসে হেরে ব্যাটিং করছে পাকিস্থান। প্রথম দিনের ৯০ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৩২৩ রান। আজহার আলী ১২৭ ও মিসবাহ-উল-হক ৯ রানে ক্রিজে রয়েছে। সেঞ্চুরি পেয়েছেন ইউনিস খানও। তিনি সাজঘরে ফিরেছেন ১৪৮ রানে। এ ছাড়াও সামি আসলাম ১৯ ও মোহাম্মদ হাফিজ ৮ রানে আউট হয়েছেন। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ শহীদ ২টি ও তাইজুল ইসলাম ১টি উইকেট নিয়েছেন। গতকাল বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়া পেসার রুবেল হোসেনের পরিবর্তে শাহাদাত হোসেন রাজীব দলে জায়গা পেয়েছেন। তবে তিনি ইনজুরির শিকার হয়ে মাঠের বাইরে আছেন। বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, শুভাগত হোম, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহীদ ও শাহাদাত হোসেন রাজীব। পাকিস্থান দল : সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, আজহার আলী, ইউনিস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনাঈদ খান, ইয়াসির শাহ ও ইমরান খান।
প্রসঙ্গত, পাকিস্থানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। জিতেছে টি-টোয়েন্টিতেও। সেই সঙ্গে প্রথমবারের মতো টেস্টেও ড্র করেছেন টাইগাররা। এবার প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে আশা করছেন দেশের ক্রিকেট প্রেমিরা।
Leave a Reply