,

নতুন আলোচনায় শিরিন শিলা

সময় ডেস্ক ॥ মাত্র দুই ছবি মুক্তি দিয়ে আলোচনায় থাকা সম্ভাবনাময়ী নায়িকা শিরিন শিলা নতুন করে আলোচনার সৃষ্টি করেছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের বিলবোর্ডের মডেল হয়ে। রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রধান প্রধান শহরে শোভা পাচ্ছে শিরিন শিলাকে নিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিশাল বিশাল বিলবোর্ড। অভিজাত জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের গহনার মডেল হওয়ার সুযোগ পেয়ে আরও একধাপ এগিয়ে গেলেন সুন্দরী এ নায়িকা। তার ভাষায়, এই বিলবোর্ডগুলো চলচ্চিত্রে গড়ে ওঠা অবস্থানকে শক্ত করবে। পাশাপাশি দারুণ একটা পরিচিতি এনে দেবে। বিশাল সাইজের বিলবোর্ড দেখতে নিজেরই খুবই আনন্দ লাগে, এমনটাই জানালেন শিরিন শিলা। বর্তমানে চলচ্চিত্রে দারুণভাবে ব্যস্ত হয়ে ওঠা এ অভিনেত্রী এখন কাজ করছেন জাকির হোসেন রাজুর ‘জ্বালা’, রাজু চৌধুরীর ‘এক মিনিট’ এবং মোস্তাফিজুর রহমান বাবুর ‘মন ছুঁয়ে যায়’ ছবিতে। মুক্তির মিছিলে রয়েছে শাহিন সুমন পরিচালিত ‘মিয়া বিবি রাজি’। সহসাই শুরু হবে ‘ভূতের বাড়িতে ভবিষ্যৎ’ নামে একটি হরর মুভি। সব মিলিয়ে বেশ ভালই কাটছে শিরিন শিলার দিনকাল। সিনেমায় অভিনয়ের পাশাপাশি ডায়মন্ড ওয়ার্ল্ডের বিলবোর্ড, ব্রিটল বিস্কুটের বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও ভাল একটা পরিচিতি চলে এসেছে তার। দু-একটা ছবি মুক্তি পেলেই নিজের অবস্থানটা আরও শক্ত করতে পারবেন বলে জানালেন শিরিন শিলা। ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ দিয়ে চলচ্চিত্রে পথচলা শুরু সুন্দরী এ নায়িকার। তারপর ‘ক্ষণিকের ভালবাসা’। দুটি ছবিতেই সম্ভাবনাময়ী হিসেবে দৃষ্টি আকর্ষণে সামর্থ্য হন তিনি। সেই থেকে পথচলা শুরু। চলছেন আপন মনে। বিশ্বাস করেন, যে সুযোগগুলো পেয়েছেন সেগুলোকে কাজে লাগানোর মধ্য দিয়ে নিজেকে সফল নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.