,

যুক্তরাজ্যের হাউস অব কমন্সে সম্মানিত রুনা লায়লা

সময় ডেস্ক ॥ যুক্তরাজ্যের সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সে সম্মানিত হলেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে গত মঙ্গলবার সন্ধ্যায় অংশ নেন তিনি। হাউস অব কমন্সের এ অনুষ্ঠানের মাধ্যমে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে উপমহাদেশে বিশেষ অবদান রাখার জন্য তাকে সম্মানিত করা হয়। হাউস অব কমন্সের অনুষ্ঠানের পর রুনা লায়লা লন্ডনে মেয়ে তানি লায়লা ইসলামের বাসায় কিছুদিন থাকবেন। তবে ঈদের আগেই তিনি দেশে ফিরবেন। হাউস অব কমন্সে সম্মানিত হওয়ার বিষয়টি নিজের ফেসবুকের মাধ্যমেও সবাইকে গেল মঙ্গলবার রাতে জানিয়েছেন রুনা লায়লা। উল্লেখ্য, চলতি বছর সংগীত জীবনের ৫০ বছর পূর্ণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ শিল্পী। এ উপলক্ষে গত ১০ই এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল ‘গোল্ডেন জুবিলি সেলিব্রেশন অব রুনা লায়লা’ কনসার্ট।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.