,

বলিউডের হারিয়ে যাওয়া তারকাদের কথা

সময় ডেস্ক ॥ তারকারা এমন ব্যক্তিত্ব যারা সব সময়ই আলোকিত থাকেন। এদের প্রত্যেকের বিশাল ভক্তমহল রয়েছে। তবে বলিউডে এমন তারকাও আছেন যারা এক সময় দারুণ ঝড় তুলে পরে হারিয়ে গেছেন। দেখে নিন সেই হারিয়ে যাওয়া তারকাদের কথা। ১. ঋষি কাপুর তার টুইটারে এক রূপসীর সঙ্গে ছবি দিলেন। প্রশ্ন রাখলেন, ‘একে কেউ চিনতে পারছেন?’ তার পাশে দাঁড়িয়ে মিনাক্ষি শেশাহাদ্রি। ‘দামিনি’ ছবির সহ অভিনেত্রী ছিলেন ঋষি কাপুরের সঙ্গে। ২. হারিয়েই গেছেন মমতা কুলকার্নি। মাত্র ২০ বছর বয়সেই বলিউড কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। সালমান খান, আমির খান এবং অক্ষয় খান্নার সঙ্গে হিট ছবি উপহার দিয়েছিলেন। কিন্তু সেই সময়ে তার সাহসী মন্তব্য ও ফটোশুট ক্যারিয়ারটাকে শেষ করে দেয়। বলিউডের হারিয়ে যাওয়া তারকাদের কথা ৩. মন্দাকিনির কথা কারো ভুলে যাওয়া সম্ভব নয়। ‘রাম তেরি গঙ্গা মাইলি’ ছবির এই তারকা বহুদূর এগিয়ে গিয়েছিলেন। মিঠুনের সঙ্গে ‘ড্যান্স ড্যান্স’ ছবিতে ঝড় তোলেন। কিন্তু হঠাৎ করেই হারিয়ে গেলেন। বলিউডের হারিয়ে যাওয়া তারকাদের কথা ৪. বলিউডের অন্যতম সেক্স সাইরেন বলা হয় কিমি কাতকারকে। ‘টারজান’ ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় দিয়ে ক্যারিয়ারের শুরু। পরে অমিতাভের সঙ্গেও ছবি করেছিলেন। পরে বিয়ে করে সিনেমাপাড়া ত্যাগ করেন তিনি। বলিউডের হারিয়ে যাওয়া তারকাদের কথা ৫. এখন অনেকেই চেনেন না অনু আগারওয়ালকে। ব্লকবাস্টার ‘আশিকি’তে অভিনয় করেছেন। এর পর ১৯৯৯ সালে ইউটার্ন আসে জীবনে। তখন থেকে আর ক্যামেরার সামনে আসেননি। ৬. সুন্দর মুখায়ব আর পাতলা দেহ দিয়ে সবার মনে স্থান করে নিয়েছিলেন সোনম। হিট অভিনেত্রী হওয়ার সব গুণই ছিল তার। কিন্তু ‘ভিজে’ এবং ‘মিট্টি অর সোনা’ ছবির পর হারিয়েই গেলেন তিনি। তিনি বলিউডে তার ডায়ালগের জনপ্রিয় একটি অংশ ‘অয়ে অয়ে’ দিয়ে দারুণ হিট করেছিলেন। বলিউডের হারিয়ে যাওয়া তারকাদের কথা ৭. আশি এবং নব্বুইয়ের দশকে সফল অভিনেত্রী ছিলেন ফারাহ। ‘ইমানদার’, ‘নসিব আপনা আপনা’, ‘লাভ ৮৬’ ইত্যাদি ভালো ছবি উপহার দিয়েছিলেন। কিন্তু হারিয়ে গেলেন তিনি। তবে তার বোন জনপ্রিয় অভিনেত্রী টাবুকে কে না চেনেন এখন। ৮. জ্যাকি শ্রোফের সঙ্গে দারুণ শুরু হয়েছিল মিনাক্ষি শেশাদ্রির। এই সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রী মাত্র ১৭ বছর বয়সে বলিউডে স্থান করে নিয়েছিলেন। ১৯৯৭ সালে ‘ঘাটাক’ এর পর আর সিনেমায় দেখা যায়নি তাকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.