,

শত কোটি রুপির হ্যাটট্রিকে শ্রদ্ধা

সময় ডেস্ক ॥ ক্যারিয়ারের শুরু থেকেই দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এরই মধ্যে আশিকি টু, এক ভিলেনসহ কয়েকটি হিট ছবি নামের পাশে রয়েছে তার। ২০১৩ সালে আদিত্য রায় কাপুরের বিপরীতে আশিকী টু ছবিতে অভিনয় করে ব্যাপক সাড়া জাগিয়েছেন এ অভিনেত্রী। ছবিটির আয় এক শ কোটি রুপি ছাড়িয়ে গিয়েছিল সে সময়। তারই ধারাবাহিকতায় গেল বছরও শ্রদ্ধা অভিনীত এক ভিলেন বক্স অফিস মাতিয়ে শত কোটি রুপি অর্জন করে। এবার হ্যাটট্রিকের পালা। টানা তৃতীয়বারের মতো শ্রদ্ধার অভিনীত ছবি শত কোটি রুপির ঘরে প্রবেশ করলো। গত মাসে তার এবিসিডি টু ছবিটি মুক্তি পায়। এরপর থেকেই চারদিকে হইচই পড়ে যায়। ছবিটি প্রথম সপ্তাহেই ব্যবসা সফলতা ও দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে আসে। সমালোচকরা বলেছিলেন খুব বেশি এগুতে পারবে না এ ছবি। তবে শ্রদ্ধা-বরুনের প্রথম পর্দার রসায়ন যে দর্শককে এতটা টানবে সেটা কেইবা জানতো। অবশ্য শ্রদ্ধা এখানেই থেমে থাকছেন না। রক অন টু নামের আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে তার। এখানেও দর্শক মাতাবেন শ্রদ্ধা এমনটাই ধারণা করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.