,

সম্প্রতি বলিউডে পা রাখছেন যারা

সময় ডেস্ক : বর্তমানে সাড়া জাগানো অনেক অভিনেতা-অভিনেত্রীকে বেশ কাঠখড় পুড়িয়ে আসতে হয়েছে বলিউডে। অনেক ব্যর্থতার পর দেখতে হয়েছে সফলতার মুখ। তবে এখন বিষয়টি বেশ ভিন্ন। বলিউডে অনেকেই এখন বাবা-মার হাত ধরে প্রবেশ করছেন। বর্তমানে আলোচিত রণবীর কাপুর, আলিয়া ভাট, সোনাম কাপুর, শ্রদ্ধা কাপুর, বারুণ ধাওয়ানের মতো অনেকেই বাবা অথবা মার হাত ধরে বলিউডে পা রেখেছেন। তাদেরই মতো সম্প্রতি বলিউডে পা রাখতে যাচ্ছেন জানভি কাপুর, খুশি কাপুর, ত্রিশাল দত্ত , টিনা আহুজার, আথিয়া শেঠি, সারা খান। তাদেরকে নিয়ে আজকের আয়োজন। জানভি কাপুর : গত কয়েক বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠানে বড় মেয়ে জানভি কাপুরকে সঙ্গে করে নিয়ে আসছেন শ্রীদেবী। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার জন্য যে এককালে বলিউড কাঁপানো শ্রীদেবীর এ উদ্যোগ তা কারো বোঝার বাকি নেই। ১৯ বছর বয়সী জানভি কাপুর এখন অপেক্ষা করছেন বলিউডে আসার। খুশি কাপুর : শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর বড় বোনের চেয়ে কোনো অংশে কম যান না। যদিও তার বয়স এখন ১৪, তবে বিভিন্ন অনুষ্ঠানে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেখেই সহজেই বলা যায় বলিউড তার জন্য উপযুক্ত। টিনা আহুজার : বলিউড অভিনেতা গোবিন্দের মেয়ে টিনা আহুজা ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ দিয়ে বলিউড সিনেমাজগতে পা রেখেছেন। ২০০৭ সালে আইফা অ্যাওয়ার্ডে সালমান খানের সঙ্গে দেখা গিয়েছিল টিনা আহুজাকে। ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ ৩ জুলাই মুক্তি পেয়েছিল। আথিয়া শেঠি : প্রখ্যাত অভিনেতা জ্যাকি শ্রফ অভিনীত ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘হিরো’ ছবির রিমেক-এ কাজ দিয়ে আথিয়া শেঠি বলিউডে পা রেখেছেন।। ছবিতে আথিয়ার বিপরীতে অভিনয় করছেন আদিত্য পাঞ্চোলির ছেলে সুরুজ পাঞ্চোলি। ত্রিশাল দত্ত : নিউইয়র্কে থাকা হট এ সেলিব্রেটির নাম ত্রিশাল দত্ত। জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের মেয়ে সে। যদিও সঞ্জয় দত্ত চান না তার মেয়ে বলিউডে প্রবেশ করুক। তবে ত্রিশালের খ্যাতি দিন দিন ছড়িয়ে পড়ছে। সারা খান : সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা খান। ক্যামেরার সামনে ততটা দেখা না গেলেও বাবা ও মায়ের পথ সে ধরবে না তা কিন্তু নয়। শোনা যাচ্ছে পড়াশোনা শেষ করে বলিউডে পা রাখবেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.