,

চুনারুঘাট ইসলামী ফ্রন্ট নেতা সাইফুল ইসলামের পিতার মৃত্যুতে শোক

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট পৌরসভার ৯নং ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলামের পিতা মোঃ আব্দুল খালেক (৭০), গত সোমবার বিকাল ২টায় পৌর শহরের চন্দনা গ্রামে তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার সকাল ১০টায় লক্ষীপুর ঈদগাহ ময়দানে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আব্দুল খালেক এর মৃত্যুতে বাংলাদেশ ইসলাম ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ যথাক্রমে সভাপতি আলহাজ্ব মাওলানা মুসলিম খান, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুত মিয়া সাংগঠনিক সম্পাদক এস.এম সুলতান খান, পৌর সভাপতি প্রভাষক মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা শেখ জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর উদ্দিন মানিক একযুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত ও পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.