,

কম্পিউটার স্লো হওয়ার কারণ

সময় ডেস্ক ॥ অনেকেই বাসায় বা অসিফে কম্পিউটার ব্যবহার করে থাকে প্রায় সময় দেখা যায় কম্পিউকার আস্তে বা স্লো কাজ করে। অনেক কারণে কম্পিউকার স্লো হতে পারে, কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। ১. অতিরিক্ত ধুলা-বালির জন্য কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। এজন্য মাসে অন্তত একবার হলেও সিপিইউ খুলে এর ধুলাবালি পরিস্কার করা উচিত। ২. ভাইরাসের কারণে পিসি স্লো হয়ে যেতে পারে। এজন্য নিয়মিত ভাইরাস স্ক্যান করুন। ৩. সি ড্রাইভের জায়গা বেশি ভরে গেলে পিসি স্লো হতে পারে। সি ড্রাইভের অপ্রয়োজনীয় ডাটা অন্য ড্রাইভে রাখুন। ৪. খুব বেশি এপ্লিকেশন ইন্সটল বা আনইন্সটল করলে পিসি ধীরে ধীরে স্লো হয়ে যেতে পারে। এজন্য অযথা যেকোনো সফটওয়ার ইন্সটলেশন থেকে বিরত থাকুন।


     এই বিভাগের আরো খবর