,

নবীগঞ্জে কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলায় কাল বৈশাখীর ঝড়ে একটি ইউনিয়নের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা হতাশায় দিন কাটাচ্ছেন এবং সরকারের সাহায্য সহযোগিতা কামনা করছেন। সুত্রে প্রকাশ, গত মঙ্গলবার ভোর রাতে হঠাৎ কাল বৈশাখীর ঝড়ের তান্ডব ঘটে। এতে উপজেলার ১নং বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের অনেক গ্রামের লোকজনদের ঘরের টিন উপড়ে গিয়েছে। আবার অনেকের ঘর-বাড়ি ভেঙ্গে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের মধ্যে ওই ইউনিয়নের হলিমপুর গ্রামের ও স্থানীয় বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য, বর্তমান সভাপতি এবং ইউনিয়ন পুঁজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন দাশ এর হলিমপুর  গ্রামে অবস্থিত বিহানী বাজারের নন্দিতা নদী নমী মার্কেট এর সবজির দোকানসহ অনেক দোকান উপড়ে গিয়েছে। এমনকি তার ফিশারির ঘর ও ক্ষতি হয়েছে। তার মতো ওই ইউনিয়নের চরগাঁও, সোনাপুর, জগন্নাথপুর, চৌকি, বাল্লারহাটসহ অনেক গ্রামের লোকজনদের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন সরকারের সাহায্যে সহযোগিতা কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর