,

প্রায় ১৮ লক্ষ মানুষের চিকিৎসার আশ্রয়স্থলে বাড়েনি সেবার মান

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ১’শ থেকে ২’শ ৫০ শয্যায় উন্নীত হলেও বাড়েনি সেবার মান। গত ৬ মাস ধরে হাসপাতালের একমাত্র আলট্রাসোনোগ্রাফী, ইসিজি, এক্সরে মেশিনসহ বিভিন্ন পরিক্ষা-নীরিক্ষার যন্ত্রপাতি বিকল হয়ে রয়েছে। এতে করে গ্রাম-গঞ্জ থেকে আসা সেবা প্রত্যাশীরা ভুগছেন নানান ভোগান্তিতে। জেলার প্রায় ১৮ লক্ষ মানুষের একমাত্র চিকিৎসার আশ্রয়স্থল এই হাসপাতাল কিন্তু এর এ রকম নাজুক অবস্থায় অনেকে চিকিৎসা সেবা নিতে এসে আক্রান্ত হচ্ছেন নতুন রোগে। বিভিন্ন থানার ভিকটিমদের নানান পরিক্ষা করতে আসলে পড়তে চরম সমস্যায়। অনেক গরীব ঘরের রোগীরা বাহিরে চিকিৎসা করতে না পারায় সৃষ্টি হয় নানা জটিলতায়। মামলার ভিকটিমরা হাসপাতালে ফ্রী পরিক্ষার কথা থাকলেও পদে পদে দিতে হয় টাকা। রেডিও লোজী ডিপার্টমেন্টে সরকারী রেট ২’শ ৫০ টাকার কথা থাকলেও সেখানকার কর্তা বাবুর ফিসসহ দিতে হয় ৩’শ ৫০ টাক। পরবর্তী ধাপ ইউরিন (প্রসাব) পরিক্ষার সরকারী রেট ৮০ টাকার কথা থাকলেও দিতে হয় ১শত ৫০ টাকা। তাছাড়া আলট্রাসোনোগ্রাফী মেশিন তো থেকেও নাই। আলট্রাসোনোগ্রাফী ডিপার্টমেন্টে গেলে সেখানকার কর্তব্যরত ব্যাক্তি দেখিয়ে দেন স্থানীয় আপন ডায়গানেস্টিক সেন্টারের ঠিকানা। কখনো-কখনো আবার নিজেরাও নিয়ে যান। সদর হাসপাতালের একজন কর্মচারী জানান, ওই প্রাইভেট ক্লিনিকের প্রতিটি আলট্রাসোনোগ্রাফী থেকে তারা ২-৩’শ টাকা পেয়ে থাকেন। তাদের কথা মত টাকা না দিলে উঠে আসে নানান কথা। ‘গতকাল শনিবার সরকারী ছুটি, ডাক্তার নেই, আজ হবে না, ইত্যাদি কথা-বার্তা। বিভিন্ন বিষয় নিয়ে নানান মন্তব্য থাকলেও নতুন করে উঠে আসছে আরেক তথ্য ‘ইনজুরি বাণিজ্য’ হাসপাতালের জরুরী বিভাগে থাকা কর্তব্যরত ডাক্তারকে দায়িত্বে থাকা দালালের মাধ্যমে হাদিয়া দিলে বাড়ে-কমে ইনজুরীর ধরণ। আর এই বাণিজ্যতে প্রত্যক্ষ ভাবে সহযোগীতা করে আসছেন হাসপাতালের এক প্রভাবশালী ব্রাদার ও পিওন। এভাবেই চলছে হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা সেবা। দায়িত্বরত তত্ত্বাবধায়ক পূর্বের মতই আশার বানী শুনিয়ে রথিন্দ্র চন্দ্র দেব জানান, ‘এ ধরনে অভিযোগের কোন সুর্নিদিষ্টতা এখনো পাইনি, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আলট্রাসোনোগ্রাফী মেশিন ঢাকা পাঠানো হয়েছে আশা করছি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। ভুক্তভোগী কয়েকজন রোগী জানান, গত ৪ মাস ধরেই শুনে আসছি মেশিন গুলো ঢাকায় পাঠানো হয়েছে মেরামতের জন্য কিন্তু কবে যে আসবে এর কোন উত্তর কারও জানা নেই।


     এই বিভাগের আরো খবর