,

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এবি ডিভিলিয়ার্স

সময় ডেস্ক : অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের হয়ে খেলতে চান তিনি। এ বিষয়ে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং হেড কোচ মার্ক বাউচারের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে বলে জানিয়েছেন ৩৬০ ডিগ্রিখ্যাত এই প্রোটিয়া ক্রিকেটার। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। জাতীয় দলের হয়ে না খেললেও নিয়মিত ঘরোয়া ক্রিকেট এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে খেলছেন তিনি। আইপিএলের গেল দুই মৌসুমে ডি ভিলিয়ার্সের পারফরম্যান্স স্মরণযোগ্য। প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে নেমেও শুরুটা দারুণ করেছেন তিনি ব্রিসবন হিটের জার্সিতে অ্যাডিলেড স্ট্রাইকারের বিপক্ষে ঝড়ো ৪০ রান করেন এবি। ডি ভিলিয়ার্স এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য ফিট। আগেই তা জানিয়েছেন তিনি। এবার সরাসরি অবসর ভেঙে দক্ষিণ আফ্রিকা দলে ফেরার আভাস দিলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। এক সাক্ষাৎকারে এবি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলতে চাই আমি। এখনও অনেক দূর যেতে তৈরি। তবে আপাতত আসন্ন আইপিএলে ভালো পারফরম্যান্স করাই আমার লক্ষ্য।

এক সাক্ষাৎকারে বাউচার বলেছেন, “ও আইপিএল-এ যাওয়ার আগে এই ব্যাপারে কথা হয়। আলোচনা বেশ ভাল জায়গায় রয়েছে। এবি চাইছে আইপিএলে ভাল খেলে বাকি দুনিয়াকে দেখিয়ে দিতে যে ও এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ক্ষমতা রাখে। এখনও বিশ্ব ক্রিকেট শাসন করতে পারে।” বাউচারের সংযোজন, “আমি ওকে বলেছি, ‘যাও, আইপিএল-এ গিয়ে নিজের কাজ করো। প্রতিযোগিতা শেষের মুখে তোমার সঙ্গে ফের এ নিয়ে কথা বলব।’ এটুকু বলতে পারি, আমরা সবাই ওর সঙ্গে রয়েছি।” ৩৭ বছরের ডিভিলিয়ার্স আইপিএলের প্রথম ম্যাচে ৪৮ করলেও দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন। ২০১৮-এ আচমকা অবসর নেওয়ার আগে দেশের হয়ে ১১৪টি টেস্ট, ২২৮টি একদিনের ম্যাচ এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন।

ডিভিলিয়ার্স শেষ  ম্যাচ খেলেছিলেন গত আইপিএলে


     এই বিভাগের আরো খবর