,

অর্ধেক বেতনে বার্সেলোনায় মেসি!

সময় ডেস্ক ॥ দুর্দিনে বার্সেলোনাকে পাশে পেয়েছিলেন লিওনেল মেসি। এবার ঋণ পরিশোধের পালা আর্জেন্টাইন সুপারস্টারের। আর্থিক সংকটে ভোগা বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে ৫০ শতাংশ বেতন কমিয়েছেন মেসি। বার্সেলোনা ভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম স্পোর্তের এমনই দাবি। বার্সেলোনার সঙ্গে মেসির নতুন চুক্তি নিয়ে জল্পনা কম হয়নি। অনেকে ধরেই নিয়েছিলেন ফ্রি এজেন্ট হয়ে যাওয়া আর্জেন্টাইন অধিনায়কের স্পেন অধ্যায় শেষ। তবে এবার বার্সা ভক্তদের জন্য সুসংবাদ এলো। কাতালান পত্রিকা এল এস্পোর্তিওর বরাত দিয়ে মার্কার প্রতিবেদনে বলা হয়, লা লিগার ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করতে যাচ্ছেন মেসি। বুধবার সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই।মাত্র ১১ বছর বয়সেই ‘গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি’ নামে এক বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন মেসি। যা সাময়িকভাবে স্তব্ধ করে দিয়েছিল তার ফুটবল খেলার স্বপ্ন। ছিল প্রাণ সংশয়ও। এই রোগের চিকিৎসার জন্য মাসে তখন খরচ পড়ত প্রায় ৯০০ ডলার। তার পরিবারের পক্ষে এত টাকা খরচ করা সম্ভব ছিল না। সেই সময় তিনি নিউএল ওল্ড বয়েজ নামে যে স্থানীয় ক্লাবে খেলতেন, তারাও এই খরচ বহন করতে অস্বীকার করেন। মেসির খেলায় মুগ্ধ হয়ে বার্সার তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাস মেসির চিকিৎসার যাবতীয় খরচ দিতে রাজি হন। মাত্র ১৩ বছর বয়সে কাছাকাছি কোন কাগজ না থাকায় একটি টিস্যু পেপারে তার সঙ্গে চুক্তি সই করেন কার্লেস। তখন থেকেই সূত্রপাত বার্সা আর মেসির অবিচ্ছেদ্য সম্পর্কের। সেই থেকে একবারও মেসির সঙ্গে চুক্তি শেষ হয়নি বার্সেলোনার। প্রত্যেকবারই মেয়াদ শেষ হওয়ার আগেই তা নবায়ন করেছে কাতালান ক্লাবটি। প্রথমবারের মতো ফি এজেন্ট হয়ে যান মেসি। আর সেকারণেই পিএসজি-ম্যানচেস্টার সিটির মতো বড় ক্লাবগুলো আর্জেন্টাইন অধিনায়ককে দলে ভেড়াতে উঠে পড়ে লাগে। তবে বরাবরই বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু ছয়বারের বর্ষসেরা ইে ফুটবলারের চুক্তি নবায়নের ক্ষেত্রে বার্সেলোনার জন্য বড় বাধা হয়ে আসে লা লিগার নিয়ম কানুন। বার্সেলোনাকে বারবার সতর্ক করেছেন লা লিগা প্রেসিডেন্ট হাবিয়ের তেবাস। তিনি জানিয়েছিলেন, মেসির সঙ্গে নতুন চুক্তি করতে গিয়ে ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভঙ্গ করলে বার্সার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তারা। অবশেষে পারিশ্রমিক নিয়ে সমঝোতায় পৌঁছানোয় সেই লক্ষ্যে লাপোর্তা সফল হতে চলেছেন বলা যায়।


     এই বিভাগের আরো খবর