,

‘ভারত কিংবা পাকিস্তানকে বাড়ি পাঠাতে পারে আফগানরা’

সময় ডেস্ক : এশিয়া কাপের গ্রুপ পর্বে দুই ম্যাচেই জয় পেয়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে ৮ উইকেটে উড়িয়ে বোনাস পয়েন্ট নিয়েছে। বাংলাদেশকে হারিয়েছে ৭ উইকেটে। সব ঠিক থাকলে তারা সুপার ফোরে এশিয়ার দুই পাওয়ার হাউস ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে।
আফগানিস্তান যে ব্রান্ডের ক্রিকেট খেলছে তাতে সুপার ফোরে ভারত কিংবা পাকিস্তানকে বিদায় করে ফাইনালে উঠলে অবাক হবেন না বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। ক্রিকবাজকে অজয় বলেছেন, ‘এই আফগানদের বিপক্ষে যখন সুপার ফোরে খেলবে তখন অন্য দলের সতর্ক থাকতে হবে। তারা বড় দলকে বাড়ি পাঠিয়ে দিলে অবাক হবো না আমি।’ আফগানিস্তান তাদের বোলিং আক্রমণ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে। তবে এখন তাদের দায়িত্ব নেওয়ার মতো ব্যাটারও আছে। হযরতুল্লাহ জাজাই তার দিনে প্রতিপক্ষকে এলোমেলো করে দিতে পারেন। রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরানরা দারুণ ক্ল্যাসিক ব্যাটার। মিডলে মোহাম্মদ নবী-নাজিবুল্লাহ জাদরানে ভরসা করা যায়।
জাদেজা সুপার ফোরে যাওয়া প্রতিপক্ষকে সেটাই মনে করিয়ে দিয়েছেন, ‘ব্যাট হাতে তাদের ব্যাটাররা দেখিয়েছেন যে, একটা নিজস্ব ধরনে তারা খেলতে পারে। আপনি যদি ভারত কিংবা পাকিস্তানের বিশ্লেষক হন, তাদের কীভাবে দেখবেন? তারা আপনাকে বিস্মিত করতে পারে।’
বাংলাদেশের বিপক্ষে জয়ের পর আফগান অধিনায়ক মোহাম্মদ নবী জানিয়েছেন, সকলে মনে করেন, তারা রান তাড়া করতে পারে না। বরং বোর্ডে একটা রান তুলে সেটা আটকানোর চেষ্টা করে। বাংলাদেশ-শ্রীলঙ্কাকে হারিয়ে ওই ধারণা ভুল প্রমাণ করেছেন তারা। এখন সুপার ফোরে দেখাতে চান যে, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই আফগানরা ভালো ক্রিকেট খেলতে এসেছে।


     এই বিভাগের আরো খবর