,

‘কোহলি আর কখনো ওই শট খেলতে পারবে না’

সময় ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের অগ্নিগর্ভ ম্যাচ প্রায় একার হাতে জিতিয়েছিলেন বিরাট কোহলি। খারাপ সময় কাটিয়ে ফেরা এই ব্যাটিং দানব খেলেছিলেন ৫৩ বলে ৮২* রানের অপরাজিত ইনিংস। ওই ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পাকিস্তানের বোলার হারিস রউফকে দুই ছক্কা মেরে তিনি ম্যাচ বের করে ফেলেছিলেন। তবে হারিস রউফের দাবি, অমন অবিশ্বাস্য শট আর খেলতে পারবেন না কোহলি!
পাকিস্তানের ‘হাসনা মনা হ্যায়’ নামের একটি অনুষ্ঠানে এসে হারিস স্বীকার করেন, কোহলির কাছে পর পর দুই ছক্কা খেয়ে তিনি ভেঙে পড়েছিলেন। এক সমর্থকের প্রশ্নের জবাবে রউফ বলেন, ‘ছক্কা খাওয়ার পর খুবই খারাপ লেগেছিল; কিন্তু প্রকাশ করিনি। ভেতরে যন্ত্রণা কুরে কুরে খাচ্ছিল। খুব খারাপ কিছু করে ফেলেছি বলে মনে হচ্ছিল!’
এরপর কোহলির প্রশংসা করে রউফ বলেন, ‘যারা ক্রিকেট বোঝে, তারা ঠিকই জানে যে কোহলি কোন মাপের ক্রিকেটার। সেদিন কোহলি ওই অসাধারণ শটটা খেলেছিল। তবে আমার মনে হয় না আর কোনোদিন সেটা পারবে। ওই ধরনের শট খেলা খুবই বিরল ব্যাপার। বার বার খেলা যায় না। কোহলির টাইমিং নিখুঁত ছিল। তাই সেটা ছক্কা হয়ে যায়।’


     এই বিভাগের আরো খবর